Thursday, July 18, 2013

এক ইহুদী মুসলমানদের গুমরাহ করার জন্য বড় এক সমাবেশে তিনটা প্রশ্ন করল-

১. আল্লাহ যদি থেকেই থাকে, তাহলে এর আগে কি ছিল?

২. আল্লাহ’র চেহেরা কোন দিকে?

৩. আল্লাহ এখন কি করছেন? সমাবেশ থেকে

শুধু ৯ বছরের এক বাচ্চা দাড়িয়ে গেল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য! বাচ্চাটি ইহুদীকে বলল

- সংখ্যা গণনা কর!

ইহুদী- 1 2 3 4 …..10 পর্যন্ত গুনল।

বাচ্চা – এখন পিছন থেকে গণনা কর।

ইহুদী – 10 9 8 7….1

বাচ্চা - 1 এর আগে কোন সংখ্যা আছে?

ইহুদী – কোন সংখ্যা নেই। বাচ্চা – একই রকম আল্লাহ’র আগে কোন কিছুই নাই।

দ্বিতীয়প্রশ্নের উত্তর : বাচ্চাটা একটি লাইট নিয়ে জালালো এবং ইহুদীকে জিজ্ঞাসা করল এর মুখ কোন দিকে? ইহুদী – চার দিকে বাচ্চা – আল্লাহ নূর এবং তাঁর নূর চারদিকে।

তৃতীয় প্রশ্নের উত্তর : আল্লাহ এখন এক ৯ বছরের বাচ্চাকে দিয়ে এক ইহুদীর উত্তর দেওয়াচ্ছেন! সুবহানাল্লাহ!

Related Posts:

  • Free Talk:  ☆মৃত্যুদন্ড ব্যাপারটা করুণ হলেও ওটাকে উপভোগ্য করে...Free Talk:  ☆মৃত্যুদন্ড ব্যাপারটা করুণ হলেও ওটাকে উপভোগ্য করে...:   ☆মৃত্যুদন্ড ব্যাপারটা করুণ হলেও ওটাকে উপভোগ্য করেছে কিছু ব্যতিক্রমি মানুষ৷ মৃত্যু র পূর্বমূহুর্তের কিছু মজার বাক্য★ ০১) ১৫৫৩ সালে ...… Read More
  • বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের বিভিন্ন ছদ্মনাম বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকগন বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনাম নিয়ে লিখেছেন। তাদের কিছু ছদ্মনাম ও উপাধি আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ...............।। বিশ্বকবি, নাইট , ভানু সিংহ – রবীন্দ্রনাথ ঠাকু… Read More
  • নাস্তিক & জ্ঞানীকে নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য করে বলল, “আপনি যদি আমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাবো।” ১) সব কাজ যদি আল্লাহর মর্জি-তে হয়, তবে পাপ করলে মানুষের তাতে কী দোষ? ২) শয়তানকে আগুন থেকে সৃষ্টি কর… Read More
  • জগত সংকোচন ১.কোথাও উচুঁ,কোথাও নিচু-পথঘাট ২.সহজে ভঙ্গুর- প্রেম ৩.কথা দিয়ে কখা রাখে না যে - রাজনীতিবিদ ৪.ক্রমে ক্রমে যা হ্রাস পাচ্ছে - বিবেক ৫.ঘুমিয়ে আছে যে - মানবতা ৬.দীর্ঘকাল ব্যাপিয়া যে জীবন - ছাত্রজীবন ৭.কোথাও যার ভয় নেই - ছাত্রল… Read More
  • সাহসী মেয়ে বাসাতে বাসাতে গিয়ে যারা বিভিন্ন কোম্পানির পণ্য বাজারের থেকে কম দামে বিক্রি করে, তেমনই একটি মেয়ে বাসাতে আজকে বিকালে এসেছিল। প্রথমে দরজা খুলতেই চাচ্ছিলাম না, কিন্তু মেয়েটার ব্যাবহার চমৎকার ভালো আর সুন্দর। তাই বিশ্বাস করে দ… Read More

0 comments:

Marque slider

আপনাকে FreeTalk এ স্বাগতম Thank you for come Here

FreeTalk. Powered by Blogger.

Popular Posts

Blog Archive