Friday, October 11, 2013

ঈদ ও পুজা উপলক্ষে জমজমাট অফার দিয়েছে স্যামসাং

অফার উপলক্ষে ট্রান্সকম মোবাইল থেকে বলা হয়েছে যে, ১ থেকে ২০ অক্টোবর এর মধ্যে প্রতিদিন ১৫ হাজার ৯০০ টাকার একটি র্ব্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি মিউজিক স্মার্টফোন একজন ভাগ্যবান বিজয়ীর কাছে মাত্র ১ হাজার ৫৯০ টাকায় বিক্রি করা হবে।

এই সুযোগ পেতে প্রতিযোগীকে ১ থেকে ২০ অক্টোবর এর মধ্যে ট্রান্সকম মোবাইল ই-স্টোর পেইজে রেজিস্ট্রেশন করতে হবে (http://transcommobile.com/login/create_account)

এই অফার চলাকালীন লটারীর মাধ্যমে সফল রেজিস্ট্রেশনকারীদের মধ্য থেকে প্রতিদিন একজন ভাগ্যবান বিজয়ী এই অফারে পেতে থাকবেন একটি করে অ্যান্ড্রয়েড মিউজিক ফোন দশ ভাগের এক ভাগ দামে। প্রতিদিনই ভাগ্যবান বিজয়ীকে এসএমএস, ইমেইল ও ফোন কল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজয়ীর  অ্যাড্রেস অবশ্যই ঢাকার হতে হবে এবং দশ ভাগের এক ভাগে পেতে জয়ের দিনেই ফোনটি কিনতে হবে।

Marque slider

আপনাকে FreeTalk এ স্বাগতম Thank you for come Here

FreeTalk. Powered by Blogger.

Popular Posts

Blog Archive