Tuesday, May 28, 2013

মুসলিম খেলোয়াড়দের ও সমর্থকদের কথা বিবেচনা করে স্টেডিয়ামেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিল জার্মানের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ।
ফলে স্টেডিয়ামের মধ্যেই খেলোয়াড়রা এবং সমর্থকরা তাদের ধর্মীয় কাজ করতে পারবেন। অনইসলাম’র প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
বায়ার্নের মুসলিম মিডফিল্ডার বিলাল ফ্রাঙ্ক রিবারি নামাজ আদায় করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে স্টেডিয়ামের ছোট একটি রুম দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপরেই কর্তৃপক্ষ অ্যালিয়াঞ্জ অ্যারিনা স্টেডিয়ামে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয় বিশ্বের চতুর্থ বৃহত্তম ফুটবল ক্লাবটি।
মুসলিম খেলোয়াড় এবং সমর্থকদের জন্য নির্মিতব্য এই মসজিদে একজন পেশ ইমাম থাকবেন ও একটি ইসলামিক বইয়ের লাইব্রেরি থাকবে। এছাড়া ইসলামিক আলোচনার সেশন করা হবে।
বায়ার্নের প্রশাসন ঘোষণা দিয়েছে যে মসজিদ নির্মাণের মোট খরচের ৮৫ শতাংশ ক্লাবের পক্ষে থেকে দেওয়া হবে। আর বাকি ১৫ শতাংশ খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের কাছ থেকে নেওয়া হবে।

বায়ার্ন মিউনিখই ইউরোপের প্রথম ক্লাব হিসাবে মসজদি নির্মাণ করেত যাচ্ছে বিষয়টি এমন নয়। এর আগে নিউ ক্যাশেল ইউনাইটেডও একটি রুম মুসলমানদের নামাজের জন্য নিদির্ষ্ট করে দেয়।

Related Posts:

  • সাহসী মেয়ে বাসাতে বাসাতে গিয়ে যারা বিভিন্ন কোম্পানির পণ্য বাজারের থেকে কম দামে বিক্রি করে, তেমনই একটি মেয়ে বাসাতে আজকে বিকালে এসেছিল। প্রথমে দরজা খুলতেই চাচ্ছিলাম না, কিন্তু মেয়েটার ব্যাবহার চমৎকার ভালো আর সুন্দর। তাই বিশ্বাস করে দ… Read More
  • মৃত্যুদন্ড ব্যাপারটা করুণ হলেও ওটাকে উপভোগ্য করেছে কিছু ব্যতিক্রমি মানুষ৷ মৃত্যুর পূর্বমূহুর্তের কিছু মজার বাক্য  ০১) ১৫৫৩ সালে রাজদ্রোহের অভিযোগে সাহিত্যিক টমাস মুর এর শিরোচ্ছেদের আদেশ হয় । জল্লাদ ধারালো কৃপাণ চালানোর আগ মুহূর্তে টমাস মুর সময় চাইলেন । তারপর সযত্নে তার বাবরি চুল সর… Read More
  • বুধধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৮ দল… Read More
  • বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের বিভিন্ন ছদ্মনাম বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকগন বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনাম নিয়ে লিখেছেন। তাদের কিছু ছদ্মনাম ও উপাধি আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ...............।। বিশ্বকবি, নাইট , ভানু সিংহ – রবীন্দ্রনাথ ঠাকু… Read More
  • পাঁচমিশালি সবজি উপকরণ: করলা ১০০ গ্রাম, শজনের ডাঁটা ২০০ গ্রাম, কাঁচা কলা ২টি, মিষ্টিকুমড়া ১০০ গ্রাম, শিম ১০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, বেগুন ১০০  গ্রাম, কুমড়ার বড়ি ৮-১০টি, কাঁচা মরিচ ৪টি, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, তেজপাতা ১টি, … Read More

0 comments:

Marque slider

আপনাকে FreeTalk এ স্বাগতম Thank you for come Here

FreeTalk. Powered by Blogger.

Popular Posts

Blog Archive