Friday, September 12, 2014

হঠাৎ করে যেনো সারাবিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এবং রীতিমত ঝড় তোলেন একজন ব্যক্তি।

তিনি যুক্তরাষ্ট্রের নিকট ভিলেন হিসেবে গণ্য হলেও সবার নিকট পরিচিতি পেলেন
হিরো বা নায়ক হিসেবে। বিশ্ব মাড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি
চিন্তিত হয়ে পড়েন সেই ব্যক্তিকে নিয়ে। কিন্তু তিনিই বা কে? কি বা তার
পরিচয়। আসুন এবার জেনে নিই তথ্যের স্বাধীনতায় বিশ্বাসী জনপ্রিয় উইকিলিকস
ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ এর বিষয়ে:

নাম: জুলিয়ান পল অ্যাসাঞ্জ
জন্ম: ৩ জুলাই ১৯৭১ সাল।

জন্মস্থান: টাউনসভিলে, কুইনসল্যান্ড, অস্ট্রেলিয়া।
জাতীয়তা: অস্ট্রেলিয়ান।
পেশা: উইকিলিকস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক।

শিক্ষাজীবন: তিনি মূলত: গণিত এবং পদার্থবিদ্যায় পড়াশুনা করেন। পাশাপাশি
কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষ হয়ে ওঠেন। তার প্রধান আগ্রহ ছিল হ্যাকিং
নিয়ে। ১৩ বছর বয়সে তিনি মায়ের কাছ থেকে উপহার পেলেন তার জীবনের প্রথম
কম্পিউটার। একসময় শুরু করেন কম্পিউটার হ্যাকিং। রীতিমত দক্ষ হয়ে যান
হ্যাকার হিসিবে এবং ২০০৬ সালে তিনি সেরা হ্যাকার হিসেবে পরিচিতিও পান।

জুলিয়ান অ্যাসাঞ্জ নিজস্ব পদ্ধতিতেই চিন্তা-ভাবনা করতেন। আর সে অনুযায়ী
তার কার্যক্রম পরিচালনা করতেন। তিনি তথ্যের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন।
কাউকে ভয় পেতেন না। এমনকি সব রাষ্ট্র এবং সবাই যাকে (যুক্তরাষ্ট্র) সমীহ
করে চলে সেই রাষ্ট্রকে তিনি মোটেও ভয় পেলেন না। মুক্ত স্বাধীনতায় এগিয়ে
নিয়ে গেলেন উইকিলিকস কে।


উইকিলিকস

জনসম্মুখে গোপন তথ্য প্রকাশের পরিকল্পনায় জুলিয়ান অ্যাসাঞ্জ ২০০৬ সালে
প্রতিষ্ঠা করেন উইকিলিকস। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এতে উপদেষ্টা
বোর্ডে রয়েছে নয় জন সদস্য এবং একজন মিডিয়া মুখপাত্র কাজ করছেন। এতে
অ্যাসাঞ্জ নিজেকে বর্ণনা করছেন প্রধান সম্পাদক হিসেবে। তিনি বলেন, ‘আমি
নিজেকে একজন প্রতিষ্ঠাতা হিসেবে ভাবি না’। তিনি উইকিলিকস এ একজন
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। অ্যাসাঞ্জ নিজেকে উপস্থাপন করছেন একজন
সাংবাদিক হিসেবে। তিনি মনে করেন, তথ্যের স্বচ্ছতায় বরং দূর্নীতি কমে আসে।
উইকিলিকস এর নিয়ম মোতাবেক, গোপন তথ্য প্রকাশের ক্ষেত্রে উইকিলিকস কোনো
সূত্র উল্লেখ করে না।

যুক্তরাষ্ট্রের চাপে ডোমেইন নেইম প্রোভাইডার EveryDNS.net ৩ ডিসেম্বর
উইকিলিকস এর ওয়েবসাইট বন্ধ করে দেয়। উল্লেখ্য, পর পর মার্কিন গোপন তথ্য
ফাঁস করে দেওয়ার মাধ্যমে উইকিলিকস আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেই
সঙ্গে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল উইকিলিকের প্রতিষ্ঠাতা জুলিয়ান
অ্যাসাঞ্জকে গ্রেফতারে রেড এলার্ট জারি করে। তবে পরবর্তী সময়ে উইকিলিকস
আবার সুইজারল্যান্ডভিত্তিক নতুন একটি ডোমেইনের নাম wikileaks.ch ঠিকানায়
সচল হয়। ৭ ডিসেম্বর প্রচন্ড চাপের মুখে যুক্তরাষ্ট্রের তথ্য ফাঁসের দায়ে
লন্ডন মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেফতার করা হয় উইকিলিকস এর প্রতিষ্ঠাতা ও
সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জকে।


প্রাপ্ত পুরষ্কার:

১. জুলিয়ান অ্যাসাঞ্জ ২০০৮ সালে ইকোনমিস্ট ইনডেক্স অন সেন্সরশীপ অ্যাওয়ার্ড এ জয়ী হন।
২. তিনি ২০০৯ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড  লাভ করেন।
৩. ২০১০ সালে স্যাম অ্যাডামস অ্যাওয়ার্ড পান।

Related Posts:

  • গাজরের হালুয়া উপকরণ :  গাজর আধা কেজি, দুধ ১ কেজি, চিনি ২ কাপ, ঘি চার ভাগের এক কাপ, এলাচ ২টা, দারুচিনি ২ টুকরা, পেস্তা বাদাম ৩টা, কিসমিস ৮-১০টা। প্রণালী : গাজর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিতে হবে। এবার একটি হাঁড়িতে দুধ নিয়ে তার মধ… Read More
  • স্টেডিয়ামেই মসজিদ নির্মাণ করবে বায়ার্ন মিউনিখ মুসলিম খেলোয়াড়দের ও সমর্থকদের কথা বিবেচনা করে স্টেডিয়ামেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিল জার্মানের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। ফলে স্টেডিয়ামের মধ্যেই খেলোয়াড়রা এবং সমর্থকরা তাদের ধর্মীয় কাজ করতে পারবেন। অনইসলাম’র প… Read More
  • ট্রবেরি মিলফ্যু উপকরণ: ৫০০ গ্রাম রেডিমেড পাফ পেস্ট্রি, পাঁচ টেবিল চামচ আইসিং চিনি, ৩০০ মিলিলিটার ডাবল ক্রিম, আধা চা-চামচ ভ্যানিলা  ফ্লেভার, এক টেবিল চামচ ক্যাস্টর চিনি, ৪০০ গ্রাম স্ট্রবেরি। প্রণালি: ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় … Read More
  • বিলগেইটস   বিলগেইটস এর আত্মজীবনী ছেলেবেলাঃ জন্ম ১৯৫৫। বিল তার প্রথম কম্পিউটার দেখেন বাড়ীর কাছেই ছোট্ট একটি কম্পিউটার ফার্মে। রাতের বেলা তিনি আর তার বাল্য বন্ধ পল অ্যালান ঐ কম্পিউটার ফার্মে কাজ করতেন। তারা দুজনে মিলে … Read More
  • থাই স্যুপ উপকরণ :  ৩ কাপ (বড়) স্টক, চিংড়ি মাছ (১০-১২টা) মাঝারি, মিক্সড লবণ (সাধারণ লবণ+টেস্টিং সল্ট), সল্ট মিলানো, ডিম ২টা, থাই পাতা ৩টা,  চিনি স্বাদমত, কাঁচামরিচ ৪টা (ফালি করা), লেবুর রস অর্ধেকটা, টমেটো সস আন্দাজমত, কর্… Read More

0 comments:

Marque slider

আপনাকে FreeTalk এ স্বাগতম Thank you for come Here

FreeTalk. Powered by Blogger.

Popular Posts

Blog Archive