মুসলিম খেলোয়াড়দের ও সমর্থকদের কথা বিবেচনা করে স্টেডিয়ামেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিল জার্মানের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ।
ফলে স্টেডিয়ামের মধ্যেই খেলোয়াড়রা এবং সমর্থকরা তাদের ধর্মীয় কাজ করতে পারবেন। অনইসলাম’র প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
বায়ার্নের
মুসলিম মিডফিল্ডার বিলাল ফ্রাঙ্ক রিবারি নামাজ আদায় করার জন্য ক্লাব
কর্তৃপক্ষকে স্টেডিয়ামের ছোট একটি রুম দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপরেই
কর্তৃপক্ষ অ্যালিয়াঞ্জ অ্যারিনা স্টেডিয়ামে একটি মসজিদ নির্মাণের
সিদ্ধান্ত নেয় বিশ্বের চতুর্থ বৃহত্তম ফুটবল ক্লাবটি।
মুসলিম
খেলোয়াড় এবং সমর্থকদের জন্য নির্মিতব্য এই মসজিদে একজন পেশ ইমাম থাকবেন ও
একটি ইসলামিক বইয়ের লাইব্রেরি থাকবে। এছাড়া ইসলামিক আলোচনার সেশন করা
হবে।
বায়ার্নের প্রশাসন ঘোষণা দিয়েছে যে মসজিদ নির্মাণের মোট
খরচের ৮৫ শতাংশ ক্লাবের পক্ষে থেকে দেওয়া হবে। আর বাকি ১৫ শতাংশ খেলোয়াড়
ও সমর্থকদের মধ্যে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের কাছ থেকে নেওয়া হবে।
বায়ার্ন
মিউনিখই ইউরোপের প্রথম ক্লাব হিসাবে মসজদি নির্মাণ করেত যাচ্ছে বিষয়টি
এমন নয়। এর আগে নিউ ক্যাশেল ইউনাইটেডও একটি রুম মুসলমানদের নামাজের জন্য
নিদির্ষ্ট করে দেয়।
0 comments:
Post a Comment