Friday, June 7, 2013

  নামাজের অবিশ্বাস্য ১১ টি উপকারিতাঃ


 
 
 
 
 
১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।

২/ নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায়
নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩/ নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪/ নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।

৫/ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।

৬/ নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার
জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করারফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।

৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।

১০/ নামাজ আদায় করলে মানুষের জীবনি শক্তি বৃদ্ধি পায়।

১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

Related Posts:

  • ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ৭৮ হাজার ২শ’ ৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে ২১ দশমিক ৫০ শতাংশ পাসের হারে মোট ১৬ হাজার ৮শ’ ৪০ জ… Read More
  • How to know your Mobile Phone number Tips: 01. Airtel : Know For Own Number : Dial *121*6*3#Know For Current Package : Dial *121*1*1*1#02. Banglalink : Know For Own Number : Dial *511#Know For Current Package : Dial *125#03. GrameenPhone : Know For Own Number : Dia… Read More
  • ভালো থাকার সুযোগ বেশি দেশে, বিদেশে নয় সন্তানের উন্নত জীবন চান?—তাহলে বিদেশে না পাঠিয়ে সন্তানকে দেশে থাকার জন্য উদ্বুদ্ধ করুন। কারণ, বাংলাদেশের ৭১ শতাংশ মানুষই এখন উন্নত জীবনের জন্য বিদেশের পরিবর্তে সন্তানকে দেশে থাকতে বলবেন। কারণ, তাঁরা মনে করেন, পরবর্তী প্র… Read More
  • মসল্লার বাংলা এবং English Name : Allspice = কাবাব চিনি।  Asafoetida = হিং।  Bay Leaf = তেজ পাতা।  Black Cardamom = বড় এলাচ।  Black Cumin = কালো জিরা। Black Pepper = গোল মরিচ।  Black Salt = কালো নুন।  Brown Musta… Read More
  • আলোচিত প্রোফাইল: জুলিয়ান পল অ্যাসাঞ্জ হঠাৎ করে যেনো সারাবিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এবং রীতিমত ঝড় তোলেন একজন ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রের নিকট ভিলেন হিসেবে গণ্য হলেও সবার নিকট পরিচিতি পেলেন হিরো বা নায়ক হিসেবে। বিশ্ব মাড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্র সবচে… Read More

0 comments:

Marque slider

আপনাকে FreeTalk এ স্বাগতম Thank you for come Here

FreeTalk. Powered by Blogger.

Popular Posts

Blog Archive